শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক / ৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে শাহে আলম তালুকদারের স্ত্রী আতিয়া আলম লিলির সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।

রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার ৫টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ফলে জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় কমিশন কর্তৃক একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৪৭০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়াও তিনি নিজ নামের ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকার অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের জন্য সন্দেহজনক লেনদেন করেছেন।

যে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

তার স্ত্রী আতিয়া আলম মিলি স্বামী শাহে আলম তালুকদারের ক্ষমতার অপব্যবহার করে ৫৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে দুদকের অনুসন্ধানে জানা গেছে। তার নামে আরও সম্পদ রয়েছে কি না এবং সম্পদের উৎসগুলোর সঠিকতা যাচাই করার জন্য তার সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক।


আরো সংবাদ পড়ুন...