মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

জগন্নাথপুরে মিথ্যা মানি লন্ডারিং মামলা দিয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ: / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় দুর্নীতিপরায়ণ পুলিশ কর্মকর্তাদের ইন্ধনে প্রবীণ নারী রাহেলা বেগম ও তাঁর প্রবাসী পুত্র আব্দুল মুকিত খানের বিরুদ্ধে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, কয়েক মাস আগে রাহেলা বেগম দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ দাখিল করার কারণে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে তিনি স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর বিরুদ্ধে ঘুষ দাবি, হুমকি ও হয়রানির অভিযোগ করেন।

এরপর থেকে রাহেলা বেগম ও তাঁর পরিবারের উপর চরম চাপ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা শুরু হয়। এপ্রিলের শেষ সপ্তাহে, ওসি ও তাঁর সহযোগী কর্মকর্তারা রাহেলা বেগমের বাসায় গিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য জোর করেন। তিনি অস্বীকৃতি জানালে, তাঁদের বিরুদ্ধে ভুয়া অভিযোগে মামলা দায়ের করা হবে বলে হুমকি দেওয়া হয়।

অবশেষে, গত ১৫ মে একটি মনগড়া অভিযোগের ভিত্তিতে রাহেলা বেগম ও তাঁর ছেলের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়। মামলায় কোন নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেই সংশ্লিষ্ট আইনজীবী দাবি করছেন।

পরিবারটির আইনজীবী জানান, এটি একটি পরিকল্পিত মামলা, যার মাধ্যমে একজন প্রবীণ নারী ও তাঁর প্রবাসী পুত্রকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।

পুলিশের হয়রানি ও হুমকির কারণে প্রতিবেশীদের ও এলাকার সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...