বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী অসীম কুমার মুখার্জী ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক হামলার শিকার হন। ভুক্তভোগী অসীম কুমার জানান, ঘটনাস্থলে পৌছানো মাত্রই আগে থেকে উৎপেতে থাকা ৮/১০ জন সন্ত্রাসী তার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় তিনি জানান কাউন্সিলর মোঃ মাসুদ মিয়া এর নেতৃত্বে এ হামলা হয় এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন। দেশীয় ধারালো অস্ত্র এবং লোহার পাইপ এর আঘাতে তার পিঠ, পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এসময় ভুক্তভুগি অসীম ও তার সাথে থাকা তার বন্ধু সমীর সাহার চিৎকারে আশেপাশের পথচারী এবং ব্যাবসায়ীরা এগিয়ে এলে গুন্ডা বাহিনী সে স্থান ত্যাগ করে। উপস্থিত জনতার সহযোগীতায় তাকে নিকটস্থ একটি ক্লিনিকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়।
উল্লেখ যে, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের (বিএওএল) প্রভাবশালী নেতা আমিনুল হক এবং ওয়ার্ড কমিশনার মো. মাসুদ মিয়া সাথে অনেক দিন ধরে অসীম কুমার এর দ্বন্দ চলে আসছিলো। সম্প্রতি খাজা সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে এ দ্বন্দ চরমে পৌঁছায়। এর আগেও অসীম কে নানানভাবে হুমকি দেয়া হলে শ্যামপুর থানায় একটি জিডিও করেন বলে জানান অসীম কুমার।
অসীম কুমার মুখার্জী এলাকাতে তার ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তার সামাজিক উদ্যোগগুলির জন্য প্রশংসিত। তিনি সন্ধ্যা কালীন বিদ্যালয় পরিচালনা করা এবং সংখ্যালঘুদের উপর সহিংসতা সম্পর্কিত তথ্য সংগ্রহও করাতেই এই দ্বন্দে মূলে বলে জানান অসীম এর স্ত্রী মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
এ ব্যাপারে জানতে আমিনুল হক এবং মাসুদ মিয়ার ফোনে কয়েকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার ব্যাপারে তিনি অবহিত আছেন এবং এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।