শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

পাসপোর্ট পেতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

পাসপোর্ট পেতে এখন থেকে আর পুলিশের ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে রবিবার তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকার নতুন নিয়ম চালু করেছে যে, এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট পাওয়া নাগরিকদের একটি অধিকার।

‘জন্মসনদ বা এনআইডির জন্য যদি পুলিশ ভেরিফিকেশনের দরকার না পড়ে, তাহলে পাসপোর্টের বেলায় সেটা লাগবে কেন?’

ওই সময় সরকারকে একটি টিম হিসেবে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা টিমওয়ার্ক। পুরো টিমের সফলতাকে বাধাগ্রস্ত করে এমন কিছু আমাদের এড়িয়ে যাওয়া উচিত।’

ডিসিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা মহাশক্তিধর একটি সমাবেশ। আমরা যা করি, যা চিন্তা করি, যা পরিকল্পনা করি, সেটাই সরকার; সেটাই সরকারের চিন্তা, সরকারের ভাবনা। সেটাই সরকারের কর্তব্য।

‘কাজেই এই মহাশক্তি নিয়ে আমরা কী কাজ করব, কী কাজের জন্য আমরা তৈরি, কী কাজে আমরা সফল, কী কাজে আমরা বিফল, সেগুলোই আজকের সমাবেশের আলোচ্য বিষয়।’

তিনি বলেন, ‘সেখানে কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। এই স্তুতিবাক্য পরিহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম। সভা-সমিতিতে স্তুতিবাক্য খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা চালু করব।’

সরকার পরিচালনাকে খেলার দলের সঙ্গে তুলনা করে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশে যা কিছু করণীয়, সেই করণীয়র দায়িত্বে আমরা সবাই আছি। এমনভাবে চিন্তা করুন, আমরা একটা খেলার, ক্রিকেট বা ফুটবল খেলার খেলোয়াড়।’


আরো সংবাদ পড়ুন...