শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

রিপোর্টারের নাম: / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: বরিশালের গৌরনদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাটাজোর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাটাজোর ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন চাপরাশির (৩৮) সাথে প্রতিপক্ষ বাটাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজীব হাওলাদারের (৪৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টায় নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে আল আমিন চাপরাশি ও তার সমর্থকের উপর হামলা চালিয়ে আহত করে রাজিব হাওলাদারের লোকজন ।

বাটাজোর ইউনিয়ন বিএনপি নেতা,আল আমিন চাপরাশি বলেন, রাজীব হাওলাদার এর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। উক্ত হামলার ঘটনায় আলাউদ্দিন সরদার, বাবুল সরদার, লিটন সরদার ও জয় সরকার আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি । অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।


আরো সংবাদ পড়ুন...