শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শাহজাদপুরে স্মরণসভায় শেষে ফেরার পথে সাংবাদিকের ওপর হামলা

অনলাইন ডেস্ক / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

এক মর্মান্তিক ঘটনায়, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মো: ইউনুস আলী ওরফে সবুজ ইউনুস শাহজাদপুর, সিরাজগঞ্জে আয়োজিত একটি স্মরণসভা থেকে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন। দৈনিক শীর্ষস্থানীয় সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক ইউনুস আলী শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। জনাব শিমুল ২০১৭ সালে রাজনৈতিক সহিংসতায় পেশাগত দায়িত্ব পালন কালে নিহত হন।

অনুষ্ঠানে, সাংবাদিক হত্যার জন্য ন্যায়বিচারের দাবি জানানো হয়। ইউনুস আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে একটি আবেগঘন বক্তৃতা দেন। তিনি শিমুলসহ সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সাগর-রুনির হত্যাকাণ্ড ২০১২ সালে ঘটে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। আজও এই হত্যাকাণ্ডের বিচার এমনকি সুষ্ঠু তদন্ত ও হয়নি ।

অনুষ্ঠান শেষে, শাহজাদপুর প্রেস ক্লাব থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে, ইউনুস আলীর গাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে গাড়ি ভাঙচুর করে এবং আলী ও তার চালককে আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলা পূর্বপরিকল্পিত এবং তার দুর্নীতির প্রতিবাদ ও ন্যায়বিচারের পক্ষে স্পষ্ট অবস্থানের জন্যই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ইউনুস আলী ও তার চালককে কাছাকাছি একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। পরে আলী স্থানীয় থানায় গিয়ে ঘটনার বিবরণ দেন। তবে পুলিশ শুরুতে বিষয়টি নিয়ে তেমন আগ্রহ দেখায়নি এবং হামলাকারীদের নাম উল্লেখ না করেই একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউনুস আলী বলেন, “এই হামলা শুধু আমার ওপর নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। সত্য বলা এবং জবাবদিহিতা দাবি করার জন্য যেসব সাংবাদিকরা সামনে এগিয়ে আসে, তাদের বিরুদ্ধে এই শত্রুতার প্রতিফলন এটি।”

এই হামলার ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যম সুরক্ষা সংগঠনগুলোও ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

দুর্নীতি এবং জ্বালানি খাতে অনিয়মের বিরুদ্ধে নির্ভীক প্রতিবেদনের জন্য পরিচিত ইউনুস আলী ইতিপূর্বেও নানা হুমকি ও হয়রানির সম্মুখীন হয়েছেন। এই সাম্প্রতিক হামলা দেশে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি তুলে ধরে।

ঘটনার পর থেকে সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইনি ব্যবস্থার অঙ্গীকার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণের প্রেক্ষাপটে ন্যায়বিচার এবং জবাবদিহিতার দাবিগুলো আরও জোরালো হয়ে উঠেছে।


আরো সংবাদ পড়ুন...