গত ১১ই নভেম্বর ২০২৩ ইং শনিবার বিকাল ৬ ঘটিকায় নিজ বাসা থেকে কতিপয় দুষ্কৃতিকারী মালেকা (ছদ্মনাম) নামের ১৫ বৎসর বয়সী শ্রীমঙ্গল উদয়ন গালর্স হাই স্কুল এর দশম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে প্রকাশ, কতিপয় মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতিকারী মালেকার বাসায় জোরপূর্বক বাড়ীর মেইন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। মালেকার বাবা তাদেরকে বাধা দিলে দুষ্কৃতিকারীরা অস্ত্রের আঘাতে তাকে আহত করে। ২ জন দুষ্কৃতিকারী জোরপূর্বক মালেকাকে বাড়ীর বাইরে অবস্থানরত মাইক্রোবাসে উঠিয়ে নেয়। মালেকার মা মেয়েকে রক্ষা করতে গেলে তাকেও আহত করা হয়। মালেকার মা’র আর্তচিৎকারে পাড়া প্রতিবেশী দৌড়ে এসে তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
আমাদের নিজস্ব প্রতিনিধি ক্লিনিকে মালেকার’ বাবা তার সাথে দেখা করেন ও জানতে চান এই অপহরণের পিছনে কারা জড়িত।
মালেকা’র বাবা বলেন শ্রীমঙ্গল চোখ ইয়থ ক্লাবের সাদিকুর ও তার বন্ধুরা অনেকদিন থেকেই নানা ভাবে মালেকাকে উত্যক্ত করছে। এই অপহরণের পিছনে তাদের যোগসূত্র আছে বলে তিনি মনে করেন। মালেকার বাবা স্থানীয় পুলিশ স্টেশনে জিডি করেছেন। শ্রীমঙ্গল উদয়ন গার্লস হাই স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা এই অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
মালেকার ক্লাসমেইট সোনিয়া আক্তার এই পত্রিকার প্রতিনিধিকে বলেন আইন প্রয়োগকারীদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটে যায় কিন্তু এর কোন প্রতিকার হয় না। তারা অনতিবিলম্বে মালেকাকে উদ্ধারের দাবী জানান।
শ্রীমঙ্গল পুলিশ স্টেশন এর সাব ইন্সপেক্টর রাজু বিশ্বাস আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন তারা ঘটনার স্থান পরিদর্শন করেছেন এলাকারবাসীকে জিজ্ঞাসাবাদ করছেন, আশা করেন শীঘ্রই তারা মালেকাকে উদ্ধার করতে পারবেন ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে পারবেন। এই প্রতিবেদন ছাপা হওয়া পর্যন্ত মালেকার কোন হদিস পাওয়া যায় নাই।