দিরাই উপজেলার বিশিষ্ট চাল কল ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব আবুল কাশেমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি করেছেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জুয়েল মিয়ার বড় ভাই জনাব হামিদ মিয়া, যিনি উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক (ভারপ্রান্ত) হিসাবে দারিত্ব পালন করছেন। মামলাটি বিগত ২২ জানুয়ারী ২০২৪ সালে দিরাই থানায় রুজু করা হয়।
এ মামলার ব্যাপারে কানাডা থেকে আবুল কাশেম জানান, এটি একটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা কারণ মামলায় উল্লেখিত দিন তিনি দেশেই ছিলেন না। মূলত দেশে থাকাকালীন সময় জুয়েল এবং তাদের গুন্ডাবাহিনী দ্বারা নির্যাতিত হয়ে তিনি মামলা করাতেই এই পাল্টা মামলা হয়েছে। উল্লেখ্য আওয়ামী লীগ নেতা জুয়েল এবং নুরুল হুদার সাথে অনেক দিন ধরেই ব্যবসা সহ নানান বিষয়ে দ্বন্দ চলে আসছিলো।
এ ব্যাপার এ কাশেম এর স্ত্রী হেলেনা জানান, কাশেম দেশে থাকাকালীন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি যার ফলে জীবন বাঁচাতে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে।
ঘনিষ্ঠ সহযোগী ও স্থানীয় ব্যবসায়ীদের মতে, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। “আবুল কাসেম একজন সৎ মানুষ, যিনি এই এলাকার উন্নয়নের জন্য রাজনীতিবিদদের চেয়েও বেশি করেছেন,” বলেন নামপ্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা। এই মামলা তার সুনাম নষ্ট করা এবং বিপদে ফেলার উদ্দেশ্য ছাড়া কিছুই নয়।
এ ব্যাপারে জুয়েল এবং তার ভাই হামিদ এর কাছে কয়েকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।