রাজধানী ঢাকার মিরপুর এলাকায় ৭৮ বছর বয়সী বিধবা হোসনে আরা বেগমকে মিথ্যা জমি সংক্রান্ত প্রতারণার মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি বিগত ০৯ জানুয়ারী রুজু করেছেন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ এর প্রভাবশালী নেতা জনাব মমিনুল ইসলাম।
উল্লেখ্য যে, হোসনে আরা বেগম এর স্বামী মরহুম আবুল হাশেম এর সৎ ভাই এই মমিনুল ইসলাম।
কানাডা থেকে হোসনে আরা জানান, স্বামীর মৃত্যর পর থেকেই সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নানান হুমকি দিয়ে আসছিলো মমিনুল এবং তার ভাই বর্তমান মিরপুর ওয়ার্ড কাউন্সিলর জনাব কাজী জহিরুল ইসলাম মানিক।
এক পর্যায়ে তাকে শাররীক ভাবে নির্যাতন করলে তিনি মমিনুল এবং জহিরুল এর বিরুদ্ধে ঢাকা জজ কোর্টে মামলাও করেন বলে জানান ভুক্তভোগী হোসনে আরা।
হোসনে আরার আইনজীবী মোঃ রুহুল আমিন মামলাটিকে ভিত্তিহীন এবং আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলে নিন্দা করেছেন।
তিনি বলেছেন, এটি আমার মোয়াক্কেলকে ভয় দেখানো এবং আগে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। আমার মক্কেল হোসনে আরার দুই মেয়ে এবং কোনো ছেলে সন্তান না থাকায় মমিনুল এবং তার ভাই সমস্ত সম্পত্তি কুক্ষিগত করতে নানান ষড়যন্ত্র করে আসছিলো। যার প্রমান এই মামলা, কারণ আমার মক্কেল হোসনে আরা এই সময় দেশেই ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, হোসনে আরা একজন অসহায় বৃদ্ধা যিনি স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে দুই মেয়েকে নিয়ে থাকতেন। হোসনে আরার স্বামীর মৃত্যুর পর থেকেই তার সৎ ভাইরা তাদের উপর নানান ভাবে হুমকি ধামকি এবং নির্যাতন করতো।
এ ব্যাপারে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চেয়েও তারা কোনো সাহায্য পাননি বলে জানান তিনি।
এ মামলার ব্যাপার মমিনুল ইসলামকে কয়েকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।