গত ৭মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে চার ব্যক্তি হোসাইন শাকিফ জামিলকে তার বাসা থেকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অনুসন্ধানে জানা যায়, তিন দিন ধরে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাকে তার পরিবারের আর্থিক উৎস, তার মায়ের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের বিষয়ে তথ্য দিতে বলা হয়।
অপহরণকারীরা জিজ্ঞাসাবাদের সময় শাকিফের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য না পাওয়ায় ১০মার্চ তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে ফেলে রেখে যায়। এরপর তিনি কোনো মতে ঢাকায় ফিরে আসতে সক্ষম হন।
এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে শাকিফ ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শাকিফের মা রাকা মোনায়েম ঢাকা-১২ (ফার্মগেট-তেজগাঁও) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে তার পরিবারকে নানা ধরণের হুমকি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তার অনুসারীরা রাকা মোনায়েমকে নির্বাচন থেকে বিরত থাকার জন্য নানা ধরণের চাপ এবং হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।