শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

সিলেটে আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব: লুটপাট ও চাঁদা দাবি

সিলেট প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে সিলেটের এক পরিবারকে ভয়াবহ হামলার মুখে
পড়তে হয়েছে। হামলাকারীরা লুটপাটের পাশাপাশি তাদের কাছে বিশাল অংকের চাঁদা দাবি করেছে। আওয়ামী লীগ নেতা রাজন, মঈনুল ইসলাম মঈন এবং তাদের সহযোগীরা দুপুরের দিকে একদল লোক নিয়েভুক্তভোগীর বাসায় হামলা চালায়। সেই দিন ভবনের নিরাপত্তারক্ষী অনুপস্থিত থাকায় মূল ফটক খোলা ছিল।

সুযোগ বুঝে হামলাকারীরা দরজায় জোরে আঘাত করলে দরজা খুলে যায়। এরপর তারা ভেতরে ঢুকে বাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ভুক্তভোগী এই প্রতিবেদককে জানান, “আমি ও আমার সন্তানরা বাসায় ছিলাম। তারা আমার ছেলেকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। রাজন আমাকে হুমকি দিয়ে বলে, আমাকে ৫০ লাখ টাকা দিতে হবে। সে জানিয়ে দেয়, তারা আবার আসবে এবং তখন যেন টাকা প্রস্তুত থাকে।”
এই ঘটনার পরবর্তীতে রাজন ফোন করে টাকা প্রস্তুত আছে কি না জানতে চান। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে।


আরো সংবাদ পড়ুন...