গোলাপগঞ্জ ছাত্রলীগের সহ সভাপতি জাকির হোসেন এর বিরুদ্ধে আবারো বিতকির্ত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। বিগত ১৭ এপ্রিল গোলাপগঞ্জের স্থায়ী বাসিন্দা সাহারাতুল আম্বিয়া এবং তার ভাই নাইম আহমেদ চৌধুরীকে বাড়ি ফেরার পথে কিডন্যাপ এর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে।
এ ব্যাপার ভুক্তভোগী নাইম জানায়, জাকির হোসেন এবং তার গুন্ডা বাহিনী চকরিয়া রোডে তাদের সিএনজি থামিয়ে তার বোনকে নানান কুপ্রস্তাব দেয় এবং একপর্যায়ে তারা আমাদের কিডন্যাপ এর চেষ্টা করে। এতে সিএনজি চালক এবং যাত্রীদের সহায়তার তারা সেখান থেকে রক্ষা পান। তিনি বলেন, জাকির অনেকদিন ধরে তার বোনকে নানান ভাবে হেনস্থা এবং ইভটিজিং করে আসছে। এর আগে মার্চ এর ১২ তারিখ কলেজ যাওয়ার পথে তার বোনকে একা পেয়ে লাঞ্চিত করে এই জাকির।
এ ব্যাপারে অনেকবার পুলিশ এর সাহায্য চেয়েও তারা কোনো প্রতিকার পাননি। এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করায় নাইম কে অনেকবার লাঞ্চিত এবং নির্যাতন করেছে এই জাকির বলে জানান, তার বাবা আফসার উদ্দিন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন জাকির এবং তার বাবা ইসমাইল আলী তার প্রভাব খাটিয়ে এলাকাতে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার শিকার নাইম আহমেদ চৌধুরী এবং তার বোন সাহারাতুল আম্বিয়া। এ ঘটনায় এলাকাতে উত্তেজনা এবং ভীতিকর পরিবেশ তৈরী হয়েছে বলে জানান বাসিন্দারা।
এ ব্যাপারে জাকির এর ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।